ক্লাস শুরুর আগে আর কলেজে যেতে হবে না। দেশের যে কোনও প্রান্ত থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমেই ভর্তি হওয়া যাবে নিজের পছন্দের কলেজে, বেছে নেওয়া যাবে পছন্দ মতো কোর্স। জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক কোর্সের পাশাপাশি এ বছরই রাজ্যে চালু হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ২৪ জুন থেকে আবেদন শুরু।