West Bengal by-Election Results 2024

৬-০, হাড়োয়া ও সিতাইয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল, জামানত বাজেয়াপ্ত বিজেপির

মাদারিহাট তৃণমূলের। কৃতজ্ঞতা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:১৮
Advertisement

সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা— উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। সিতাই এবং হাড়োয়া, দুই কেন্দ্রেই নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে তৃণমূলের জয়ের ব্যবধান ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। সিতাইয়ে তৃণমূল পেয়েছে ৭৬ শতাংশেরও বেশি ভোট। হাড়োয়ায় তৃণমূলের প্রাপ্ত ভোট ৭৬.৬৩ শতাংশ। এই দুই কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বিজেপির। মাদারিহাট দখল তৃণমূলের। প্রাপ্ত ভোট ৫৪ শতাংশেরও বেশি। মাদারিহাটের জয় নিয়ে উচ্ছ্বসিত খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মাদারিহাটের সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার প্রায় ৬৩ শতাংশ। একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে উপনির্বাচনে নৈহাটিতে ভোট বেড়েছে তৃণমূলের। মেদিনীপুর এবং তালড্যাংরায় তৃণমূলের পেয়েছে ৫০ শতাংশেরও বেশি ভোট। তথাকথিত ‘দ্রোহের ভোটে’ ঝুলি শূন্য বাম, কংগ্রেসের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement