Victoria Memorial Hall

বড়দিনে ভিক্টোরিয়ায় উপচে পড়া ভিড়, বিশেষ আকর্ষণ এক্কা গাড়ি

১৯ শতকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ হয়েছিল ১ কোটি ৫ লক্ষ টাকা।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৭
Advertisement

রবিবার বিকেল থেকেই ছিল সাজ সাজ রব। রাত গড়িয়ে বড়দিন আসতেই ডিসেম্বরের শহরে বাজছে জিঙ্গল বেল। সকাল থেকেই ব্যস্ত উৎসব মুখর কলকাতা। উপচে পড়া ভিড় ভিক্টোরিয়ায়। ১৯ শতকের শুরুতেই রানি ভিক্টোরিয়ার স্মরণে এই স্থাপত্য নির্মাণের কথা ভেবেছিলেন তৎকালীন বড়লাট লর্ড কার্জন। ১৯০৬ সালের ৪ জানুয়ারি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিলান্যাস করেন ওয়েলসের রাজা পঞ্চম জর্জ। ১৯২১ সালে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১ কোটি ৫ লক্ষ টাকায় তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ইতিহাসে মোড়া এই স্থাপত্য দেখতেই উৎসাহী আট থেকে আশি সবাই। সেই ছবিই ক্যামেরাবন্দি করল আনন্দবাজার অনলাইন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement