আগমনীর আড্ডার শেষ পর্বে আলাপচারিতায় সুজয়প্রসাদ, মানবী, অপরাজিতা, দেবলীনা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২২:১৪
Advertisement
সমাজ তাঁদের চিহ্নিত করে সম্প্রদায়ের ছকে। কিন্তু সমাজের সব রঙেরই প্রতিফলন যে দিগন্তে বিছানো রামধনুতে। আগমনীর আড্ডার শেষ পর্বে আলাপচারিতায় সুজয়প্রসাদ, মানবী, অপরাজিতা, দেবলীনা।