Sex Workers

শারদীয়া রাতেও ফুটপাথে খদ্দেরের অপেক্ষা, কেমন কাটে সোনাগাছির মেয়েদের পুজো?

পুজোর পাঁচটা দিন বাড়তি রোজগারের আশায় থাকেন শহরের যৌনকর্মীরা। পেশা সামলেও কী ভাবে উৎসবে মাতেন তাঁরা?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১০:১৭
Advertisement

সবাই যখন পরিবারের সঙ্গে ‘ঠাকুর দেখা’র লাইনে, রোজগারের সন্ধানে তাঁরা ফুটপাথে। হয়তো নতুন জামাকাপড় পরেই। ছেলেমেয়ের সঙ্গে হয়তো একটা দিনই বেরোনোর সময় পান। এই পাঁচটা দিন বাড়তি রোজগারের সুযোগ ছাড়তে পারেন না। পেটের দায় যে। তবু সোনাগাছির ঘুপচি ঘরে ঢুকে পড়ে ছাতিমের গন্ধ আর উৎসবের আলো। যৌনকর্মী বলে কি উৎসবে মেতে ওঠা বারণ? পুজোর পাঁচ দিন কী করেন সোনাগাছির মেয়েরা? পেটপুজো চলে? আর প্রেম? নিভৃতচরণেই আসে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement