Price Hike

টাস্ক ফোর্স পরিদর্শন সেরে বেরোতেই ফের চড়ছে সব্জির দাম! শিলিগুড়িতে আজব সঙ্কটে প্রশাসন

সব্জির মূল্যে রাশ টানতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর তৎপর হয়েছে টাস্ক ফোর্স। অভিযোগ, শিলিগুড়িতে টাস্ক ফোর্সের পরিদর্শন শেষ হতেই আবার বাড়ছে সব্জির দাম।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২০:৩৩
Advertisement

সব্জিবাজার অগ্নিমূল্য। সব্জির দামে ছেঁকা লাগছে মধ্যবিত্তের। টান পড়ছে পকেটে। অত্যধিক সব্জির মূল্যে রাশ টানতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই তৎপর হয়েছে টাস্ক ফোর্স। শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার থেকে খুচরো বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্সের প্রতিনিধি দল৷ শিলিগুড়ির বাগরাকোট-সহ একাধিক বাজারে হানা দেন টাস্ক ফোর্সের কর্মী, আধিকারিকেরা। তবে, টাস্ক ফোর্স কর্তারা বাজার থেকে বার হতেই ফের দাম বাড়ছে সব্জির, বলে অভিযোগ।

Advertisement

অন্য দিকে, সব্জির দাম কমাতে মাঠে নেমেছে শিলিগুড়ি পুরসভাও। এ দিন, শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব বাজারে সব্জির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কড়া পদক্ষেপের কথা জানান। এ ছাড়াও, অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধিকে কী ভাবে স্বাভাবিক করা যায়, তা নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মেয়র গৌতম। অধিকাংশ বিক্রেতাদের কথায়, বৃষ্টি এবং আবহাওয়ার কারণেই সব্জির ফলন কম। তাই বাড়ছে দাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement