Modhura Palit

‘অন্যকে কাজ দিয়ে দেওয়া হয়েছে আমি মেয়ে বলে,’ আক্ষেপ মধুরার

“আজ আমি মুম্বইয়ের কার্ড নিয়ে ফেরত আসলে মনে হবে ও দারুণ কাজ করে, কিন্তু নিজেদের লোকের ওপর ভরসা নেই। আমি শুধু দিয়ে যাব, তুমি সেটা অগ্রাহ্য করবে, এটা তো হতে পারে না,” স্পষ্ট বক্তব্য মধুরার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ২০:২৪
Advertisement

কান চলচ্চিত্র উৎসবের ডাক পেয়ে তাঁর মনে হয়েছিল, সেটা ভুয়ো। ‘মোস্ট প্রমিসিং অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন মধুরা পালিত। তবে ফিরে এসে সে ভাবে বাংলা ইন্ডাস্ট্রির কাছ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া পাননি তিনি। “মুম্বই, বাংলাদেশ থেকে অনেক সহকর্মীর ফোন পেয়েছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রির কেউ বুঝতেই পারেনি, এটি কোন অ্যাওয়ার্ড। এরপর থেকে যে আমায় কাজে নেওয়া হয়েছে তা-ও নয়, এখনও লড়াই চলছে,” বললেন কান জয়ী সিনেমাটোগ্রাফার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement