‘কেউ উরফি জাভেদ হতে চাইলে হোক, মেয়েটার ধক আছে’, মত শ্রীলেখার
“আমার এবং আমার প্রাক্তন স্বামীর জন্য ওই টুকুই বরাদ্দ ছিল, এখন অনেকটা এগিয়ে গিয়েছি আমরা,” উপলব্ধি টলিউডের ‘ঠোঁটকাটা’ অভিনেত্রীর।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ২০:১৬
Advertisement
তাঁর অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন বার বার। সম্প্রতি পরিচালনতেও হাত পাকিয়েছেন শ্রীলেখা মিত্র। তিনি জেদি, নিজের সিদ্ধান্তে অটল, তাই বাঁচেন নিজের মর্জিমাফিক। তাঁর কাজ, ইচ্ছা, ক্ষোভ-অভিযোগ নিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি অভিনেত্রী।