Shankar Chakraborty

‘স্মৃতি ভারাক্রান্ত করে দেয় খুব,’ স্ত্রীর মৃত্যুর দেড় বছর পার, শূন্য হৃদয় শঙ্করের

'সোনালি খুব ঘুরতে ভালবাসত, শেষ কিছুদিন পুরী যেতে চেয়েছিল খুব, ওকে নিয়ে আরও ঘুরতে পারতাম,’ আক্ষেপ শঙ্করের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ১০:০১
Advertisement

উৎপল দত্তের দলে থিয়েটার করতেন, কল শো-তে তখন পেতেন মাত্র একশো টাকা। সেই সময় রবীন্দ্রভারতীতে আলাপ হয় সোনালী চক্রর্তীর সঙ্গে। বিয়ে করেন। থিয়েটার, ধারাবাহিক, নন-ফিকশন, সিনেমা, দীর্ঘ কেরিয়ার। দেড় বছর আগে হঠাৎই স্ত্রী-র চলে যাওয়া তাঁকে একদম একলা করে দিয়েছে। নন্দবাজার অনলাইন পৌঁছল তাঁর বাড়িতে, স্ত্রীর কথা বলতে গিয়ে গলা বুজে এল অভিনেতার। আড়ালে চোখ মুছলেন শঙ্কর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement