‘সিরিয়ালে এপিসোড ব্যাঙ্কিং ভীষণ জরুরি, না হলে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়’, মত রুবেলের
নাচ তাঁর প্যাশন। প্রিয় ডান্সার হৃত্তিক রোশন। আর কে? নাচ নিয়ে আগামী দিনে চ্যানেল তৈরি করার ইচ্ছে রয়েছে তাঁর।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৬:২২
Advertisement
ইন্ডাস্ট্রিতে কী বদল আসা উচিৎ? রুবেলের চটজলদি উত্তর শুনল আনন্দবাজার অনলাইন। বর্তমানে যে ভাবে কাজ, হয় তা না হয়ে যদি যথাযথ প্রি-প্রোডাকশন নিয়ে কাজ হয়, তা হলে পরিচালক অভিনেতা থেকে শুরু করে যিনি সেটে চা দেন, তাঁরও সুবিধা হবে।