ঋতুপর্ণাকে হেনস্থা, এ দিকে নারীদের সমানাধিকারের জন্য পথে নেমেছি: চৈতি
রাত দখলে শ্যামবাজারের প্রতিবাদে শামিল হয়েছিলেন ঋতুপর্ণা। সাধারণের সঙ্গে মিশে পথে নেমেছিলেন বিচার চাইতে। সেখানেই হেনস্থার শিকার অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৭
Advertisement
শহরের বিভিন্ন প্রান্তে রাত দখল। নারী সুরক্ষা ও নারী স্বাধীনতার লড়াইয়ে পথে নেমেছেন মানুষ। ভিড়ে মিশেছেন তারকারাও। শুনানি পিছিয়ে যাওয়ায় খানিক চিন্তিত সকলেই। তবুও এই আন্দোলন জিইয়ে রাখতে পথে নেমেই সকলে ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার জন্য।