Aparajita Auddy

ইন্ডাস্ট্রিতে বন্ধুও হয় না, শত্রুও হয় না, যা হয় সবই প্রয়োজনে: অপরাজিতা

ইন্ডাস্ট্রিতে মানসী সিন্হা, কমলিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু অপরাজিতার কাছের বন্ধু। বিশ্বনাথের কাছে তাঁর কোনও কিছু লুকনোর নেই, মত অপরাজিতার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৩:৫১
Advertisement

তাঁর চরিত্র চয়ন বরাবরই একটু অন্য ধাঁচের। 'বেলাশেষে' থেকে নতুন ভাবে অপরাজিতা আঢ্যকে চিনেছে দর্শক। এরপর 'প্রাক্তন' ,'চিনি', 'একান্নবর্তী', 'এটা আমাদের গল্প'-র মতো ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। অন্য দিকে, টেলিভিশনে 'রান্নাঘর', 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' হোক বা 'জল থই থই ভালোবাসা', তাঁকে সাদরে গ্রহণ করেছে সিরিয়ালপ্রেমীর দলও। পরিবার-পরিজন নিয়ে তাঁর ভরা সংসার। নিজের বাড়িতেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা জমালেন অপরাজিতা আঢ্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement