শুধু স্লোগানেই ফেটে পড়ে প্রতিবাদ? দ্রোহের লম্বা ইতিহাস কিন্তু বলে, গান-ছবি-কবিতাও প্রতিস্পর্ধার সাহস রাখে। গোটা শহর যখন রাগে ফেটে পড়ছে, তখন তার ছাপ পড়বে না গানের সুরে? সোমবার এ রকমই এক প্রতিবাদের সাক্ষী থাকল রাতের শহর। গিটারের স্ট্রামিং আর উদাত্ত কণ্ঠ— সবই তিলোত্তমাকে মনে রেখে।