Anubrata Mondal

ঢোকা বারণ দুই বিধায়কের! নিচুপট্টিতে নকুলদানা বিলি, কেষ্টর প্রত্যাবর্তনে বীরভূম রাজনীতিতে বদলের ইঙ্গিত

মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ির সামনে ছিল না তিল ধারণের জায়গা। তাঁর প্রত্যাবর্তনে কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস দেখে চোখের জল চাপতে পারেননি অনুব্রত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬
Advertisement

দু’বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন একদা বীরভূম তৃণমূলের শেষকথা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার কাকভোরে কলকাতার মাটি ছোঁয় কেষ্টর বিমান। তার পর সকন্যা কেষ্ট গাড়িতে রওনা দেন বোলপুরের নিচুপট্টির বাড়ির দিকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন। মঙ্গলবার সকালে বোলপুরের নিচুপট্টির রাস্তায় তারই বাস্তব প্রতিফলন দেখা গেল। এমন কি, বাড়ি ফেরার পথে অনুগামীদের ভিড় দেখে গাড়িও থামাতে হয় কেষ্টকে। জিন্দাবাদ স্লোগান আর ফুলের মালায় কর্মী, সমর্থকেরা অনুব্রতকে স্বাগত জানান। উচ্ছ্বাস দেখে চোখে জল আটকাতে পারেননি তিহাড় ফেরত কেষ্ট।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement