Meerut Building Collapse

বৃষ্টির দাপট সইতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মিরাটে মুহূর্তে শেষ শিশু-সহ গোটা পরিবার

শনিবার রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মিরাটের একটি তিন তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে পুরো পরিবার। উদ্ধারকাজ এখনও চলছে। জানা গিয়েছে, গোটা পরিবারটিই শেষ হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০
Advertisement

গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি। আর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল পাঁচ শিশু-সহ অন্তত ১০ জনের। শনিবার রাতে ঘটনা ঘটার পর থেকে একটানা উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কেউ আটকে রয়েছেন কি? চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে চলছে অবিরাম বৃষ্টি। বৃষ্টির জেরেই পুরনো বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ওই বাড়িটির মালিকের দুধের ব্যবসা। বাড়ির নীচের তলাতেই রাখা থাকত গরু, মোষ, ছাগল। বিল্ডিং ভেঙে পড়ায় বাড়িতে পালিত ছাগল, মোষেরও চাপা পড়ে মৃত্যু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement