RG Kar Medical College and Hospital Incident

আরজি কর ছাড়াও রাজ্যের ‘হাই-প্রোফাইল’ গুচ্ছ কেসের দায়িত্বে সিবিআই, কোন কেসের কী হাল?

সময় যত এগোচ্ছে, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন মহল।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ২০:২৭
Advertisement

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার পর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন মহল। কলকাতা পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, তার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে কেস তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। সিবিআই তদন্তকে স্বাগত জানালেও, মমতা সে দিন ফের প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের সাফল্যের হার নিয়ে। এ রাজ্যে তৃণমূল সরকারের আমলে, একাধিক মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। কী অবস্থায় আছে মামলাগুলি দেখে নিন এক নজরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement