T20 World Cup 2024

বিশ্বকাপ হাতে রোহিত, কোহলিরা, মধ্যমণি মোদী! প্রধানমন্ত্রী-সাক্ষাৎ সেরে মুম্বইয়ের পথে টিম ইন্ডিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারেরা। প্রধানমন্ত্রীর বাসভবনে যান রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ পুরো ভারতীয় দল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৬:৪৬
Advertisement

বার্বাডোজ় থেকে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সকাল ১১টা নাগাদ সেখান থেকে দু’টি বাসে চেপে ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সেখানে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা ছিল। প্রধানমন্ত্রীর হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদী। তার পর ক্রিকেটারদের সঙ্গে চলে আলাপচারিতা। সেখানে কখনও মোদীর সঙ্গে কথা বলতে দেখা যায় দ্রাবিড়কে। আবার কখনও প্রধানমন্ত্রীই ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন করেন বুমরা, রোহিতদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement