T20 World Cup 2024

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিশ্বজয়ী ভারতীয় দলের, বিকেলে বিজয় সমাবেশ, সেজে উঠছে মুম্বইও

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পা রাখে ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টিভেজা রাজধানীতে রোহিত, কোহলিদের দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৩:৫০
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পা রাখে ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টিভেজা রাজধানীতে রোহিত, কোহলিদের দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকালে বিশেষ বিমানে দিল্লিতে নেমে রোহিতরা সোজা চলে যান বিলাসবহুল হোটেলে। সেখানে বিশ্বজয়ীদের জন্য রাখা ছিল ওয়ার্ল্ড কাপ থিমের কেক। সেই কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মা। তার পর প্রাতরাশ, বিশ্রাম সেরে সকাল ১১টায় ভারতীয় দলের বাস রওনা দেয় ৭ নম্বর লোক কল্যাণ মার্গের উদ্দেশে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বজয়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়েছে নতুন জার্সিও। নীল সেই জার্সির মাঝে বড় বড় হরফে লেখা, ‘চ্যাম্পিয়ন’!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement