Price Hike

বুধের পর বৃহস্পতিতেও শহরের বাজারে অভিযান টাস্ক ফোর্সের, দাম কমছে কি? ধন্দে সাধারণ মানুষ

বৃহস্পতিবার সকালে মানিকতলা বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। সেখানে বিক্রেতাদের কাছে সব্জির দরদাম করতে দেখা যায় টাস্ক ফোর্স কর্তাদের। তাঁরা জানান, কিছু সব্জির দাম বেশি নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৮:৫৫
Advertisement

মঙ্গলবার নবান্নে সব্জির অস্বাভাবিক মৃল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, যেন প্রতিটি বাজারে গিয়ে দামবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করে টাস্ক ফোর্স। বুধবার থেকেই বাজার-অভিযান শুরু করে টাস্ক ফোর্স। সেই অভিযান চলেছে বৃহস্পতিবারেও। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের দাবি, নজরদারি শুরুর পরেই দাম কমতে শুরু করেছে। যদিও তা মানতে নারাজ ক্রেতাদের একটি অংশ। তাঁদের দাবি, দাম কমেনি। তবে অনেকেরই দাবি, কেজিতে এক টাকা-দু’টাকা হলেও দাম কমছে। পাশাপাশিই তাঁদের আশঙ্কা, টাস্ক ফোর্সের নজরদারি বন্ধ হলে ফের দাম আকাশ ছোঁবে না তো?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement