Price Hike

বাজারের আগুন ছড়িয়ে পড়ল সুইগি, জ়্যোম্যাটোয়, অর্ডার করা খাবার হচ্ছে আরও দামি

এ বার সুইগি, জ়্যোম্যাটোয় প্লাটফর্ম ফি ২০ শতাংশ বেড়ে হল ৬ টাকা। আগে যা ছিল ৫ টাকা। আপাতত দিল্লি, মুম্বই আর বেঙ্গালুরুতে বর্ধিত দাম চালু হলেও আগামিদিনে তা দেশ জুড়ে চালু হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৯:২৭
Advertisement

স্মার্ট ফোনের মালিক অথচ তাতে সুইগি, জ্যোমাটোর অ্যাপ নেই, এ যুগে তা কল্পনা করাই কঠিন। অর্ডার করে রেস্তরাঁ থেকে খাবার আনিয়ে নেওয়া ইদানীং মধ্যবিত্তের সংস্কৃতিতে ঢুকে পড়েছে। কিন্তু ভরা বর্ষায় যখন বাজারের আগুন নিয়ে নাজেহাল মধ্যবিত্ত, তখন প্লাটফর্ম ফি-র নামে সুইগি, জ্যোমাটো খরচ আরও বাড়িয়ে দিল। এর ফলে অর্ডার করে খাবার আনানো হয়ে গেল আরও দামি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement