সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকেরা খুন এবং ধর্ষণের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলারই শুনানি চলে। সেই শুনানিতে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।