Saraswati Puja 2024

এই বসন্তে মনখারাপ ডোমপাড়ার, পরীক্ষার চাপে সরস্বতীর মণ্ডপ বিক্রিতে ভাটা?

সরস্বতী পুজোর দু’দিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক। ১৬ তারিখেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাখারির মণ্ডপের বায়না কম হওয়ায় এ বারে খানিকটা হতাশ ডোমপাড়ার কারিগরেরাও।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৯
Advertisement

মধ্য কলকাতার লিবার্টি সিনেমা হল লাগোয়া ডোমপাড়ায় তৈরি হয় বাঁশ আর বাখারির মন্ডপ। প্রতি বছর সরস্বতী পুজোর সময় এখান থেকেই মণ্ডপ কিনে নিয়ে যান অনেকে। তবে এ বছর বিক্রিতে কিছুটা ভাটা। ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা । আর ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার চাপে কি এ বছরের বাগদেবী আরাধনায় উন্মাদনা কম? অন্তত ডোমপাড়ার বাখারি শিল্পীদের তাই মত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement