Saif Ali Khan News

গ্রেফতার সইফের উপর হামলাকারী, নাম ভাঁড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে শরিফুল ইসলাম শেহজাদ?

আততায়ী চুরির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে হামলা চালায় বলে প্রাথমিক অনুমান মুম্বই পুলিশের। ধৃতের ৫ দিনের পুলিশি হেফাজত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৮
Advertisement

সইফ আলি খানের বাড়িতে ঢুকে অভিনেতাকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ। সিসিটিভি ফুটেজে আততায়ীর ছবি ধরা পড়ে। সেই ছবি বিভিন্ন থানায় পাঠায় মুম্বই পুলিশ। প্রথমে এক সন্দেহভাজনকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তিন দিনের মাথায়, রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে আততায়ীকে গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশ জানায়, ধৃতের কাছে কিছু বাংলাদেশি নথি পাওয়া গিয়েছে। যার উপর ভিত্তি করে মনে করা হচ্ছে ধৃত বাংলাদেশের বাসিন্দা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement