Teesta River

বৃষ্টি নামতেই তাণ্ডব শুরু, কেন এমন ভোলবদল তিস্তার? খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন

সিকিম থেকে কালিম্পং হয়ে সমতলে প্রবেশ করেছে তিস্তা। কিন্তু সেই তিস্তারই ভয়াল রূপ দেখে চমকে উঠছেন তিস্তাপারের বাসিন্দারা। এই তিস্তাকে চেনেন না তাঁরা। কী বদল ঘটল, যে ভোলবদল হল তিস্তা নদীর? খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ২২:০০
Advertisement

সিকিমের হিমবাহ থেকে যাত্রাশুরু তিস্তার। তার পর সিকিম, কালিম্পং হয়ে তিস্তা পড়েছে সমতলে। জলপাইগুড়ি, কোচবিহার হয়ে তিস্তা প্রবেশ করেছে বাংলাদেশে। সেখানে তিস্তামুখ ঘাটে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের সঙ্গে। এই দীর্ঘ যাত্রাপথে তিস্তার ধার বরাবর গড়ে উঠেছে জনবসতি। সেই তিস্তাই এ বার বর্ষায় নিয়েছে ভয়াল রূপ। কিন্তু কেন বার বার এ ভাবে খেপে উঠছে তিস্তা? কী কারণ নেপথ্যে যে, বৃষ্টি হলেই উপচে পড়ছে উত্তরবঙ্গের প্রধান নদী? বিশেষজ্ঞদের দাবি, এর পিছনে রয়েছে উন্নয়নের ঢক্কানিনাদ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement