আরজি কর আবহে টালমাটাল রাজ্য প্রশাসনের হাল সামলাতে দুই মনোজই তাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন আইএএস মনোজ পন্থ। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার বা নগরপালের চেয়ারে বসেছেন আর এক মনোজ। তিনি আইপিএস মনোজ বর্মা। আরজি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে নাগরিক সমাজের পথে নামার জেরে প্রশাসনে যে তোলপাড় পড়ে গিয়েছিল, তা সামাল দিতে শেষমেশ দুই মনোজের উপরই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা।