R G Kar Medical College And Hospital Incident

অভিযুক্তের পলিগ্রাফ টেস্টে আদালতের সম্মতি, সামনে আসবে আরজি করের সত্য? কী ভাবে হবে পরীক্ষা?

আরজি কর হাসপাতালের ঘটনায় ধৃত অভিযুক্তের সম্মতি মিললেই এগোবে পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১১:৩৪
Advertisement

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্টে অনুমতি দিয়েছে শিয়ালদহ আদালত। এ বার ধৃতের অনুমতি মিললেই আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযুক্ত আদৌ সত্যি কথা বলছে কিনা, তা নিশ্চিত হতেই পলিগ্রাফ টেস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছে সিবিআই। সেই মতো তাঁরা আদালতে আবেদনও করেন। সোমবার সেই অনুমতি দিয়েছে আদালত। কী এই পলিগ্রাফ টেস্ট, কী বলছেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ তথা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক অজয় গুপ্ত?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement