duragapujo

উৎসবের আমেজ কোথায়? বাঁশ বাঁধা হলেও পড়েনি বিজ্ঞাপনী হোর্ডিং, আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্যোক্তারা

প্রতি বছর এ সময় বিজ্ঞাপনে মুখ ঢাকত শহরের। এ বছর সেই চেনা ছবি উধাও। ফ্লেক্স বাঁধার বাঁশের কাঠামো খালিই পড়ে রয়েছে। আরজি কর-কাণ্ডের জেরেই এই পরিস্থিতি, দাবি পুজো উদ্যোক্তাদের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩
Advertisement

পুজোর অনেক আগে থেকেই বিজ্ঞাপনী হোর্ডিংয়ের জন্য জায়গা বিক্রি হয়ে যায় শহরে। ষষ্ঠীর মাসখানেক আগে থেকে পুজো মন্ডপের চারপাশে হোর্ডিং লাগানোর কাজও শুরু হয়ে যায়। এ বছর মহালয়া এসে গেলেও এখনও সে ভাবে বিজ্ঞাপনের দেখা মেলেনি শহরে। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, আরজি কর-কাণ্ডের জেরে অনেক সংস্থাই পুজোতে বিজ্ঞাপন দিতে চাইছেন না। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ওঠার পর থেকে পুজোর বাজারে খানিকটা গতি আসলেও, এ বারের পুজোয় আর্থিক ক্ষতিরই আশঙ্কা করছেন অনেক পুজো উদ্যোক্তা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement