R G Kar Medical College and Hospital

স্পষ্ট নয় ময়নাতদন্তের রিপোর্ট, ১৫০ গ্রাম ওজনের তরল নিয়েই প্রশ্ন! সুবর্ণের নিশানায় সন্দীপ

সাক্ষাৎকারের বক্তব্য বক্তার নিজস্ব। এর দায় আনন্দবাজার অনলাইনের নয়।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১২:৪২
Advertisement

আরজি করের ঘটনায় অপরাধী এক না অনেক? ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই আরও জোড়াল হচ্ছে সংশয়, আশঙ্কা। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতি মধ্যেই প্রশ্ন উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। সিবিআইয়ের তাবড় তাবড় গোয়েন্দারা যখন তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন, তখন তাঁর বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট ‘বিকৃত’ করার অভিযোগ আনলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।

Advertisement

নির্যাতিতার যৌনাঙ্গে রক্তমাখা বীর্য থাকার সম্ভাবনার কথা বলেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এই তথ্য প্রকাশিত হওয়ার পরই শুরু হয় শোরগোল। এমনকি লালবাজারের সমন পর্যন্ত পান চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এ বার তিনি আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তুললেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। ময়নাতদন্তের রিপোর্ট ‘অস্পষ্ট’— সরাসরি অভিযোগ সুবর্ণ গোস্বামীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement