Sandip Ghosh

ফাঁসি চেয়ে স্লোগান, আদালত চত্বরে চড় খেলেন সন্দীপ ঘোষ! সিবিআই বলল ধৃত ‘ষড়যন্ত্রকারী’

আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষের সঙ্গেই তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলি-সহ দুই ভেন্ডার বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও গ্রেফতার করে সিবিআই। বিচারক তাঁদের আট দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০২
Advertisement

আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চড়! বিক্ষোভ দেখিয়ে ফাঁসির দাবি করলেন আইনজীবীরাই। সুর মিলিয়ে শামিল হলেন সাধারণ মানুষও। সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এ দিন তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁর আট দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষের সঙ্গেই তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলি-সহ দুই ভেন্ডার বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও গ্রেফতার করে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করে তদন্তকারী সংস্থা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement