Private Detective

সত্যিকারের গোয়েন্দার অন্দরমহলে, বিয়ে-পরকীয়া সামলে কেমন আছেন কলকাতার ফেলু মিত্তিরেরা?

কলকাতার বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলি জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত অনুসন্ধানের সংখ্যা বাড়ছে। সমাজে সন্দেহের প্রবণতা বাড়ছে? তাতে কি গোয়েন্দাদের পোয়াবারো?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৪ ১৬:৫৩
Advertisement

‘সকলেই সকলকে আড়চোখে দেখে’। এই ডিজিটাল যুগে কি সন্দেহ প্রবণতা বাড়ছে? সন্দেহের কারবারি যাঁরা, সেই ‘প্রাইভেট ডিটেকটিভ’দের কি তা হলে ব্যবসাবৃদ্ধি হচ্ছে? এই মুহূর্তে কলকাতায় একাধিক বেসরকারি গোয়েন্দা সংস্থা ব্যবসা করছে। তার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউের উপর অবস্থিত ‘প্রাইভেট ডিটেকটিভ ব্যুরো’ বা রাসবিহারী মোড়ের কাছের ‘আই উইটনেস’-এর মতো সংস্থা বেশ ক’দশক ধরে গোয়েন্দাগিরির ব্যবসা চালাচ্ছে। এ শহরের বেসরকারি গোয়েন্দারা জানাচ্ছেন, কোভিড-উত্তর পর্বে বাড়ছে বিবাহবিচ্ছেদের মামলার অনুসন্ধানের সংখ্যা। পরকীয়া, সম্পর্কে সন্দেহ — এ সবই ডিটেকটিভের ব্যবসার রসদ। আর কী-কী ধরনের ‘কেস’ পান তাঁরা? কারা গোয়েন্দা হন? ডিটেকটিভের অন্দরমহলে আনন্দবাজার অনলাইন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement