Upper Primary

‘চাকরি ফিরে পেলেও সময় ফিরে আসবে না, সামাজিক ক্ষতির দায় কে নেবে’, প্রশ্ন চাকরিপ্রার্থীদের

হাই কোর্টের নির্দেশে পুজোর আগেই চাকরি পেতে চলেছেন আপার প্রাইমারির ২০১৫ সালের ১৪ হাজারের বেশি পরীক্ষার্থী। চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবে কাউন্সেলিং।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ২২:৫৬
Advertisement

চাকরি পাওয়ার আশায় কেটে গিয়েছে ন’বছর। যুবক-যুবতী থেকে মধ্যবয়সি হয়ে গিয়েছেন অনেকেই। অভিযোগ, হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েক জন। সরকারি চাকরির নিশ্চিন্ত আশ্রয় না পেয়ে তাঁদের ঠাঁই মাতঙ্গিনীর পাদদেশে। ধর্না,আন্দোলনের মধ্যেই কেটেছে বছরের পর বছর। উৎসব-আনন্দ কিছুই ছিল না জীবনে। হাইকোর্টের রায়ে এ বছরের পুজোয় আনন্দে মাততে পারবেন, আশা আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement