‘সেই অর্থে ইন্ডাস্ট্রিতে কাছের বন্ধু কেউ নেই’, স্বীকারোক্তি পৌষালীর
কার অভিব্যক্তিতে মুগ্ধ পৌষালী, ইন্ডাস্ট্রির কাছের বন্ধু কে? কাকে কোন গান ডেডিকেট করলেন? আনন্দবাজার অনলাইনের কাছে মন খুললেন সঙ্গীতশিল্পী।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ২০:০৭
Advertisement
রিয়্যালিটি শো থেকে বেরিয়ে নিজের মতো করে কেরিয়ার সাজিয়েছেন
পৌষালী বন্দ্যোপাধ্যায়। চলার পথে অভিজ্ঞ শিল্পীদের থেকে শিখেছেন। কারও কথা বলা, কারও
অভিব্যক্তি, কারও বা স্টেজ প্রেজ়েন্সেই মুগ্ধ তিনি।