খুনের পর ধর্ষণ? আরজি করের ঘটনায় ধন্দ বাড়াচ্ছে আঘাতের লম্বা তালিকা

চিকিৎসকদের একাংশের দাবি, আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত থাকতে পারেন একাধিক ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ২১:০৫
Advertisement

আরজি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় শনিবারই গ্রেফতার করা হয়েছিল এক সিভিক ভলান্টিয়ারকে। পুলিশের দাবি, ওই অভিযুক্ত জেরায় খুনের কথা স্বীকারও করেছেন। সূত্রের খবর, দফায় দফায় জেরার মুখেও নির্বিকার ধৃত, বলেছেন, “ফাঁসি দিতে হলে দিন।” কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে চিকিৎসকদের একাংশের দাবি, একাধিক বার ধর্ষণ করা হয়ে থাকতে পারে তরুণীকে, যুক্ত থাকতে পারেন একাধিক ব্যক্তিও। এমনকি খুনের পরে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement