Lok Sabha Election 2024

বঙ্গে তৃতীয় দফায় ভোট, ভোটদানের হারের নিরিখে আপাতত এগিয়ে জঙ্গিপুর

৭ মে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ, মুর্শিদাবাদ জুড়ে কড়া নিরাপত্তা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১১:৫৮
Advertisement

চলতি লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফা। বাংলার চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩ আসনে নির্বিঘ্নে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। তৃতীয় দফায় ভোটাররা মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খিয়াঘাট ইসলামপুর প্রা: বিদ্যালয়ে চলছে ভোটগ্রহণ। বুথের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে অসংখ্য ভোটার। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ যাতে হয়, সেই বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ১8৪ কোম্পানি আধাসেনা এবং ১১৩ কোম্পানি কিউআরটি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে মুর্শিদাবাদের প্রত্যেকটি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement