‘হিন্দুদের খেয়াল রাখুন, সীমান্তে অবৈধ কাজ আটকান’, ইউনূসকে বললেন মোদী, বিবৃতিতে নেই হাসিনা প্রসঙ্গ

ভারতে আশ্রিত শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরানোর কথা বললেন মহম্মদ ইউনূস? ভারতের সরকারি বিবৃতিতে এই দাবির কোনও উল্লেখ নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ২১:০৫
Advertisement

তাইল্যান্ডে বিমস্টেকের মঞ্চ। এক দশক পর দেখা হল নরেন্দ্র মোদী এবং অধ্যাপক ইউনূসের। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান। শেখ হাসিনার পদত্যাগ। ভারতে আশ্রয়। এর পর অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে দায়িত্বে মহম্মদ ইউনূস। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে সংখ্যালঘু নিপীড়ন, ধর্মস্থানে হামলার ঘটনা। হাসিনাকে প্রত্যর্পণের টানাপড়েন। এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে ইউনূসের সাক্ষাৎ। তাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের বাইরে ঘরোয়া ভাবে কথা বললেন দুই রাষ্ট্রপ্রধান। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরানোর কথা বললেন মহম্মদ ইউনূস? বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, কথা হয়েছে। ভারতের সরকারি বিবৃতিতে এই দাবির কোনও উল্লেখ নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement