ট্রাম্পের শুল্কনীতি থেকে রেহাই পেল না পেঙ্গুইন-সীলও! পৃথিবীর প্রায় শেষ প্রান্তে ভারত মহাসাগরে অবস্থিত ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ এবং হার্ড দ্বীপ। খাতায় কলমে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। বরফে ঢাকা, জনমানবহীন জায়গা। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে সেখানে পৌঁছতে এক সপ্তাহের উপর সময় লেগে যায়। এমনই দুই জায়গার উপরে ‘ডন’ ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এখন প্রশ্ন হল এই কর দেবে কে?— ট্রাম্পের এই কাণ্ড দেখে রসিকতায় মজেছে সোশ্যাল মিডিয়া।