বাংলাদেশের স্বাধীনতা দিবস। চিঠি লেখার জন্য এই দিনটিই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। ডিসেম্বরে বিদেশ সচিব বিক্রম মিস্রির বাংলাদেশ সফর, ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাসকটে ইউনূসের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ। তার পর এই প্রথম, পড়শি দেশের কোনও শীর্ষ পদাধিকারিককে সরাসরি চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী।