২০২১-২২। পেগাসাস কেলেঙ্কারিতে উত্তাল দেশের রাজনীতি। বিরোধী রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে স্পাইওয়্যারের সাহায্যে আড়ি পাতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। দু’ বছর পর পেগাসাস বিতর্ক ফিরল দেশে। সৌজন্যে আমেরিকার এক ডিস্ট্রিক্ট কোর্টের রায়। ২০২১-এ যে সব সাংবাদিকের ফোনে পেগাসাস হানার অভিযোগ ওঠে, তাঁদের মধ্যে ছিলেন পরঞ্জয় গুহঠাকুরতা। আমেরিকান আদালতের রায়ের পর কী বলছেন তিনি? সুপ্রিম কোর্ট কি আরও তদন্তের নির্দেশ দেবে? ভারতে কি ফের তোলপাড় ফেলবে গুপ্তচর পক্ষিরাজ?