‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’ স্লোগান তুলে রবিবার খন্নার মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন সিনেমাপাড়ার শিল্পী, কলাকুশলীরা। হাজির ছিলেন ‘সিনিয়র’ থেকে ‘জুনিয়র’ সকলেই। মিছিলের মাঝেই, শ্যামবাজার মোড়ের কাছে রাস্তার ডিভাইডারে উঠে বক্তব্য রাখেন পরমব্রত চট্টোপাধ্যায়। বললেন, “এই মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে।”