চার দিনের ধুন্ধুমার শেষে থমথমে ইসলামাবাদ, পাকিস্তান কি গৃহযুদ্ধের পথে?
নিরাপত্তাবাহিনীর সঙ্গে চার দিনের খণ্ডযুদ্ধের পর রণে ভঙ্গ জেলবন্দি ইমরান খানের দলের। পাকিস্তানে কি অশান্তি থামল? না আর এক বিক্ষোভের অপেক্ষা?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:২৮
Advertisement
২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ‘লং মার্চে’র ডাক দেন জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কী কারণে বিক্ষোভ? কী পরিণতি হল সেই আন্দোলনের? পাকিস্তানে কি শান্তি ফিরল? নাকি আরও এক বিক্ষোভের অপেক্ষায় ইসলামাবাদ?