Narendra Modi

সরকারে এসেই পরপর ধাক্কা, কেলেঙ্কারি থেকে হিংসা, দুর্ঘটনা… কী-কী ঘটল এই একমাসে?

সরকার গঠনের পরই আবার পরপর ধাক্কা। মোদী ৩.০ সরকারের এক মাসের মধ্যেই বিপাক আর বিতর্কের সম্মুখীন এনডিএ সরকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ২৩:১৭
Advertisement

৪০০ পার করার স্বপ্নের সলিল সমাধি ঘটেছিল আগেই। যার ফলে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শক্তিক্ষয় হয়েছে বিজেপির। তার উপর সরকার গঠনের পরই আবার পরপর ধাক্কা। মোদী ৩.০ সরকারের এক মাসের মধ্যেই বিপাক আর বিতর্কের সম্মুখীন এনডিএ সরকার। প্রথম অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকারের মুখ পুড়িয়েছে নিট কেলেঙ্কারি। গোদের উপর বিষফোড়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। এরই মধ্যে নিভে থাকা আগুনে হঠাৎ হাওয়া লেগে দাবানলের পরিস্থিতি মণিপুরে। একের পর এক ঘটনায় একমাসের মধ্যেই কোণঠাসা নরেন্দ্র মোদীর সরকার। এরই মধ্যে আবার পরপর ব্রিজ বিপর্যয় এবং হাথরসে ভোলেবাবার সৎ সঙ্ঘে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু বিহার এবং উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকারের নাক কেটেছে। হ্যাটট্রিক করে আসার পর কী-কী ঘটল এই একমাসে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement