Pass Fail

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর সিন্ধান্তকে স্বাগত সব মহলের, রইল আশঙ্কাও

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে এমনটা জানিয়েছে। পরীক্ষায় ব্যর্থ হওয়া পড়ুয়াদের দু’মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪
Advertisement

শিক্ষা মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে ফিরবে পাশ-ফেল। কোনও পড়ুয়া ফেল করলে ২ মাসের মধ্যে তাকে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। কিন্তু সে দ্বিতীয় বারও পাশ করতে না পারলে থাকতে হবে পুরনো ক্লাসেই। ২০১৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদি শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কাউকে ফেল করানো হবে না। ‘রাইট টু এডুকেশন’-এর নিয়মে সব প্রান্তের ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই সিদ্ধান্ত। কিন্তু তাতে কি ড্রপআউট কমেছিল? এই প্রশ্ন ছিল বিভিন্ন মহলের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement