পঞ্জাবে উদ্বাস্তু শিখ পরিবারে বেড়ে ওঠা, কেমব্রিজ-অক্সফোর্ড ফেরত অর্থনীতিবিদের রাজনীতিতে আসার কথা ছিল না। ১৯৯১-তে তাঁর সংসদে প্রবেশ যেমন হঠাৎ করেই, সে রকমই আচমকা তাঁর প্রধানমন্ত্রিত্ব। এক সাক্ষাৎকারে মনমোহন সিংহ আশা করেছিলেন, ইতিহাস হয়তো তাঁর উপর মিডিয়ার চেয়ে বেশি সদয় হবে। কী ভাবে প্রাক্তন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে মনে রাখবে ইতিহাস?