Nachiketa Chakraborty

আমিও বিচার চাই, নৈরাজ্য চাই না: নচিকেতা

‘আমার কোনও দল নেই, আমি একদম একা। আমি হাঁটলেই বলবে রাজ্য সরকারের বিরোধিতা করছে নচিকেতা। রাজ্য বা কেন্দ্র সরকারের বিরোধিতার জন্য হাঁটব না, মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটতে পারি’, মত নচিকেতার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৭
Advertisement

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বহু চেনা মুখ। কিন্তু দেখা মেলেনি নচিকেতা চক্রবর্তীর। আর তা নিয়েই বেশ কিছু দিন ধরে সমাজমাধ্যমে কটাক্ষের মুখে সঙ্গীতশিল্পী। সম্প্রতি কাছের মানুষদের সঙ্গে জন্মদিন পালনের মাঝেই নচিকেতা মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার অনলাইনের। ধেয়ে আসা কটাক্ষ নিয়ে তাঁর দাবি, ‘‘৩১ বছর ধরে যে যুদ্ধ চালালাম, তার মানে মানুষ বোঝেনি। এখন দেখি আমাকেই ট্রোল করে লোকে। আমাকেই গালাগাল দেয়। কী চায় লোকে বুঝতে পারি না। আমার যা করার সবটাই আমি করেছি। পশ্চিমবঙ্গের ৭০ শতাংশ লোক আমায় ভালবাসেন বা আমার গান ভালবাসেন। কিছু লোক যদি আমায় গালাগাল দিয়ে আনন্দ পায়, পাক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement