Junior Doctors Swasthya Bhavan Abhijan

‘কোথাও বলা হয়নি মুখ্যমন্ত্রী বৈঠকে ডাকছেন’, নবান্ন-মেলের পাল্টা মমতাকে চিঠি জুনিয়র চিকিৎসকদের

গত কালের নবান্নের ইমেলের জবাবে এ দিন ভোরে মুখ্যমন্ত্রীকে মেল করেছে জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট। তার উত্তর মেলেনি, স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। পাশাপাশি ধন্যবাদ জানালেন সাধারণ মানুষের প্রতিবাদ এবং মেয়েদের রাত দখলের কর্মসূচিকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৬
Advertisement

গত কালের নবান্নের বার্তার পর দু’টি চিঠি লিখেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এ দিন ভোরে মুখ্যমন্ত্রীকে সরাসরি মেল করে তাঁদের দাবি জানিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে দাবি করল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট। তাঁদের দাবি, নবান্নের মেলে কোথাও বলা ছিল না যে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছেন, আহ্বান জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার জন্য। এ দিনের সাংবাদি বৈঠকে আন্দোলনকারীরা ধন্যবাদ জানালেন সমাজের সব স্তরের মানুষদের, যাঁরা তাঁদের সমর্থনে পথে নেমেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement