Hawker Eviction

‘ফুটপাথের বাজার উঠে গেলে কেনাকাটা করব কোথায়?’ প্রশ্ন মধ্যবিত্ত ক্রেতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজার ঘুরে চলছে পুরসভার সার্ভে। ফুটপাথে কারা ব্যবসা করতে পারবেন, কারা পারবেন না, তা নিয়ে ধোঁয়াশা কাটাতে তৎপর পুরসভা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৭:৫৪
Advertisement

উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলির মধ্যবিত্তের কেনাকাটার জন্য প্রথম পছন্দ হাতিবাগান, গড়িয়াহাটের বাজার। হকারদের ফুটপাথে বসা নিয়ে সরকারি নির্দেশিকায় নড়েচড়ে উঠেছে বাজারগুলি। উচ্ছেদ না হলেও যত্রতত্র পশরা নিয়ে বসার ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার ঘুরে চলছে পুরসভার সার্ভে। কারা বসতে পারবেন, কারা পারবেন না, তা নিয়ে ধোঁয়াশা কাটাতে তৎপর পুরসভা। ক্রেতারা চান বাজার থাকুক, যাতায়াতের পর্যাপ্ত রাস্তাটুকু রেখে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement