Talk to Mayor

চোখের সামনে গঙ্গায় তলিয়েছে বাড়ি, কলকাতার সরকারি স্কুলেই ২ বছর ধরে বসবাস ১২টি পরিবারের

২ বছর ধরে কাশীপুরের রতনবাবু ঘাট সংলগ্ন এলাকার স্কুল বাড়িতেই ঠাঁই ১২ টি পরিবারের। হুঁশ নেই পুরসভার। টক-টু-মেয়রে নালিশ জানানোর পর মেলে নতুন বাড়ির আশ্বাস।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৯:১২
Advertisement

২০২২ সালের ১৭ জুন কাশীপুর রতনবাবু ঘাট সংলগ্ন চন্দ্রকুমার রায় লেনের ৯টি বাড়ি তলিয়ে যায় গঙ্গায়। প্রশাসনের সহযোগিতায় স্থানীয় একটি সরকারি স্কুলে ২৫ জন সদস্যকে থাকতে দেওয়া হয়। ২ বছর পেরিয়ে গেলেও সেই স্কুলবাড়িতেই এখনও পড়ে রয়েছেন তাঁরা। কাশীপুরের হরিশংকর বাণীপীঠ হাই স্কুল। এই স্কুলেরই পাঁচটি ঘরে বারোটি পরিবারের বাস এখন। একটি ঘরে দু’টি করে পরিবারের বাস। স্কুলের পড়ুয়াদের ক্লাসও চলছে এখানেই। যে ঘরে থাকা সেই ঘরেই রান্নাবান্না। এ দিকে স্কুল চলাকালীন ঘরের দরজা বন্ধ রাখার নির্দেশ, এমনকি সেই সময় ব্যবহার করা যাবে না স্কুলবাড়ির বাথরুমও। কবে ফিরে পাবেন নিজেদের ঠিকানা, প্রশ্ন ঘরহারাদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement