Larry The Cat

প্রধানমন্ত্রী যায়-আসে, ১০ ডাউনিং স্ট্রিটের চলে না ‘ল্যারি’কে ছাড়া, কে এই ‘সেলেব্রিটি’ মার্জার?

বার বার বদলেছে ১০ ডাউনিং স্ট্রিটের গৃহকর্তা। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘ল্যারি’র রাজ চলছে গত ১৩ বছর ধরে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৮:৪৬
Advertisement

ব্রিটেনে টোরি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় লেবার পার্টির সরকার। ১০ ডাউনিং স্ট্রিটের নয়া বাসিন্দা প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। দেশে নির্বাচনী লড়াই, রাজনৈতিক ওলটপালট-সব কিছু দেখেও সে চিরস্থায়ী। ‘ল্যারি দ্য ক্যাট’। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের পোষা বিড়াল। ১০ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউসার’ সে। ব্রিটিশ ক্যাবিনেটের পদাধিকারী ল্যারির দায়িত্ব ‘বেয়াদব’ ইঁদুরদের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দূরে রাখা। এছাড়াও, ১০ ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশ-বিদেশের ‘হেভিওয়েট’ অতিথিদের আপ্যায়নের কাজেও ডাক পড়ে ল্যারির। চিনে নিন ইংল্যান্ডের সবচেয়ে নামী বিড়ালকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement