Dr. Manmohan Singh

আর কলকাতায় আসবেন না ‘পাপাজি’, সাদাকালো ছবির স্মৃতি আঁকড়ে মনমোহনের বোনেরা

গোবিন্দ কৌর এবং প্রীতম কৌর। মনমোহন সিংহের দুই বোন কলকাতার বাসিন্দা। এ শহরের সঙ্গে নাড়ির টান প্রাক্তন প্রধানমন্ত্রীর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩
Advertisement

কলকাতার টালিগঞ্জে বাস মনমোহন সিংহের দু’বোনের। প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁদের প্রিয় ‘পাপাজি’। মাস দু’য়েক আগে ভিডিয়ো কলে শেষ বার কথা ভাই-বোনের। শুক্রবার বিষণ্ণতার চাদরে ঢেকেছে টালিগঞ্জের বাড়ি। যে শহরের সঙ্গে তাঁর নাড়ির টান, সেই কলকাতায় আর কখনও ফিরবেন না মনমোহন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement