Maniktala By-Election

তাঁর মামলার জেরেই আটকে ছিল উপনির্বাচন, ফের ভোট বাতিলের দাবি নিয়ে আদালতে যাওয়ার হুমকি কল্যাণ চৌবের

২০২১-এ সাধন পান্ডের কাছে ২০ হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছিলেন। মামলা করেছিলেন ভোট বাতিলের দাবিতে। উপনির্বাচনের দিনও সেই একই দাবিতে সরব হলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ২১:৫২
Advertisement

সকাল থেকে তাঁকে বুথে-বুথে বিশেষ দেখা যায়নি। তপসিয়ায় নিজের ফ্ল্যাটবন্দি হয়েছিলেন মানিকতলা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। দুপুরে উল্টোডাঙার আবাসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন বুথজ্যাম, ছাপ্পা ভোট আর গাড়ি ভাঙচুরের। ‘এই ভোটে কী লাভ’, চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট প্রাক্তন ফুটবলারের। তা হলে কী শেষ বাঁশি বাজার আগেই ওয়াকওভার দিলেন প্রাক্তন গোলরক্ষক? তৃণমূলের কটাক্ষ সে দিকেই। ফের এক বার নির্বাচন বাতিলের দাবিতে মামলা করার হমকি কল্যাণের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement